নরসিংদী বড় বাজারে ভয়ংকর চাঁদাবাজি ও 'টর্চার সেল' গুজব! ব্যবসায়ীদের প্রতিবাদে দোকানপাট বন্ধ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বড় বাজারে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং কথিত 'টর্চার সেল'– এসব অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পুরো বাজার এলাকা। গত কয়েকদিন ধরে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলন শুক্রবার ও শনিবারেও অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা জানান, একটি চিহ্নিত মহল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে। বিভিন্ন দোকান থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, যেসব ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানান, তাদের ওপর চালানো হয় মানসিক ও শারীরিক নির্যাতন। এমনকি গোপনস্থানে 'টর্চার সেল' রয়েছে বলেও দাবি করেছেন অনেকে।
বাজার কমিটির সভাপতি বাবুল সরকার জানান, “আমি নিজেও হুমকির মুখে রয়েছি। আমার ওপর হামলার পরিকল্পনা হয়েছে। এই নৈরাজ্য বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।”
প্রতিবাদরত ব্যবসায়ীদের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই। কিন্তু কয়েকজন সন্ত্রাসী বাজারকে নিয়ন্ত্রণ করছে। প্রশাসনের হস্তক্ষেপ না হলে আমরা নিরাপদ বোধ করছি না।”
বিষয়টি নিয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, নরসিংদীর অন্যতম বৃহৎ এই বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাস ঠেকাতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।