নরসিংদী থেকে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তার বদলি, শাস্তির দাবি স্থানীয়দের
নরসিংদী প্রতিনিধি |
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তাকে অবশেষে জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে ইসলামের প্রতি কটূক্তি এবং মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। এছাড়াও, পরিবেশ অধিদপ্তরের কার্যালয়কে তিনি দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন বলে দাবি এলাকাবাসীর।
এই কর্মকর্তার অপসারণে কিছুটা স্বস্তি প্রকাশ করলেও, শুধু বদলি নয়—তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।