রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তার পুনর্নির্বাচনকে কেন্দ্র করে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
নির্বাচনের ফল ঘোষণার পর খায়রুল কবির খোকনকে হাসিমুখে ঘিরে যুবদল ও ছাত্রদলের এক ঝাঁক নেতাকর্মীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায়, নেতাকর্মীরা খোকনের পাশে দাঁড়িয়ে উচ্ছ্বসিত মুখে ছবি তুলছেন, অনেকে স্লোগান দিচ্ছেন এবং বিজয়ের আনন্দে মুখরিত হয়ে উঠেছেন।
জানা গেছে, জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে খোকনের জনপ্রিয়তা ও সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের অবদানই তাকে পুনর্নির্বাচনের পথে এগিয়ে নিয়েছে। পুনর্নির্বাচিত হয়ে খায়রুল কবির খোকন বলেন, “এই বিজয় শুধু আমার নয়, নরসিংদী জেলার সব বিএনপি নেতাকর্মীর। আমরা একসঙ্গে কাজ করবো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে।”
জেলা যুবদল ও ছাত্রদলের নেতারা জানিয়েছেন, সভাপতি হিসেবে খোকনের পুনঃনির্বাচন তাদের সংগঠনের জন্য নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। তারা আশাবাদী, খোকনের নেতৃত্বে জেলার রাজনৈতিক মাঠে বিএনপি আরও শক্তিশালী ভূমিকা রাখবে।