শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
নরসিংদীর ২নং ওয়ার্ডকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক ওয়ার্ডে রূপান্তরের প্রত্যয় বেপারী রেজাউল করিম রেজার।
নাজাত ডেস্ক রিপোর্ট।
নরসিংদী পৌরসভার ২নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়ার্ডের প্রখ্যাত সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব বেপারী রেজাউল করিম রেজা।
তিনি জানান, “জনগণের ভালবাসা ও সহযোগিতাকে পুঁজি করে আমি এই ওয়ার্ডকে একটি মায়াময়, শান্তিপূর্ণ এবং উন্নত এলাকার মডেল হিসেবে দাঁড় করাতে চাই। মাদক ও সন্ত্রাস যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এসব থেকে মুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রেজা আরও বলেন, “অবৈধ চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যদি জনগণ আমাকে সুযোগ দেন, তবে এই ওয়ার্ড হবে নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন একটি এলাকা।”
স্থানীয়রা জানান, রেজাউল করিম রেজা একজন সৎ, নির্লোভ এবং জনবান্ধব মানুষ হিসেবে বহুদিন ধরে এলাকার নানা উন্নয়নমূলক কাজে জড়িত। তিনি দীর্ঘদিন ধরেই এলাকার তরুণদের খেলাধুলা, সংস্কৃতি এবং সামাজিক কাজে সম্পৃক্ত করতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
২নং ওয়ার্ডের একজন বাসিন্দা বলেন, “আমরা এমন একজন নেতাকে চাই যিনি আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করবেন। রেজা ভাই তেমনই একজন মানুষ, যিনি সবসময় মানুষের পাশে থাকেন।”
সবার সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসা পেলে বেপারী রেজাউল করিম রেজা নরসিংদীর ২নং ওয়ার্ডকে সত্যিকার অর্থেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ ওয়ার্ডে রূপ দিতে সক্ষম হবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।