নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী রুবেলের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আবিদ হাসান রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) সকালে রায়পুরা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, সন্ত্রাসীদের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও তার সহযোগীরা পালিয়ে যায়।
রুবেলের বাড়ির আঙিনার একটি পাকা খুপরি ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় পাঁচটি একনলা বন্দুক, ১০টি সীসা কার্তুজ, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ১৮টি অবিস্ফোরিত ককটেল।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার প্রেস ব্রিফিংয়ে জানান, “রুবেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।”
অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকাবাসীর দাবি, দ্রুত রুবেল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।