নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, এক লাখ টাকায় ধামাচাপার অভিযোগ।
মাধবদী (নরসিংদী), ১ আগস্ট:
নরসিংদীর মাধবদী থানার অন্তর্গত মহিষাশুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চান্দের পাড়ায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দের পাড়ার মিল মালিক বকুল মিয়ার টেক্সটাইল মিল-এ আজ শুক্রবার সকালে ৭টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লিটন নামের এক শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হন লিটন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই ঘটনা ধামাচাপার চেষ্টা চলে। পরে মিল মালিক বকুল মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে নিহতের পরিবারকে এক লক্ষ টাকা দিয়ে বিষয়টি সমঝোতা করা হয় বলে অভিযোগ উঠেছে।
নিহতের কোনো ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করে ফেলা হয়, যা স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিল মালিক বকুল মিয়া বলেন, “ঘটনাটি দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক লক্ষ টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”
তবে থানার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। মাধবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, “এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই।”
স্থানীয়দের দাবি, এভাবে কোনো শ্রমিকের মৃত্যু গোপন রেখে এবং আইনি প্রক্রিয়া ছাড়াই সমাধান করা ন্যায়সংগত নয়। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আপনিও তার পরিবারের দাবি মিল মালিকের অবহেলার কারণেই এই মৃত্যু ঘটেছে।