শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
নরসিংদীর মাধবদীতে চায়না ব্যাটারি কোম্পানিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর মাধবদীতে ‘জিয়াংসু জিং ডিং স্টোরেজ কোং লিমিটেড’ নামে একটি ব্যাটারি তৈরির কারখানায় পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইটিপি ছাড়া কারখানা পরিচালনার দায়ে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে মাধবদীর আনন্দী এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ। এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাত বছর ধরে কারখানাটি পরিচালিত হয়ে আসছে। এর আগেও কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এবারের অভিযানে ওই কারখানাটিতে ইটিপি এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, ইটিপি এবং এটিপি না থাকার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (গ) ধারায় ২ লাখ ৫০ হাজার টাকা নগদ জরিমানা ধার্য করে তা নগদে আদায় করা হয়েছে। এ ছাড়া, অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।