বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদী সদর বিএনপিকে সুসংগঠিত করতে মোহাম্মদ ইকবাল হোসেনকে জেলা কমিটিতে দেখার দাবি তৃণমূলের। ভারতে ৩-৫ বছর কারাভোগের পর দেশে ফিরল বাংলাদেশি দুই নারী-পুরুষ বেনাপোল কাস্টমস হাউজে কলমবিরতি : আমদানি-রপ্তানি স্বাভাবিক বেনাপোল কম্পিউটার (বেতনা) ট্রেনটি নাভারনে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত ২ যশোরগদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা মেহেরপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জুয়া আসরে যুবসমাজ বিপথগামী: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কাম্য বেনাপোল পোর্ট থানার ওসি মো রাসেল মিয়ার নেতৃত্বে অভিযানে সুমন হোসেন হত্যা মামলা আসামি গ্রেফতার মরজাল ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতির রাজত্ব – নায়েব ও দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনসাধারণ আওয়ামীলীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা, শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা নরসিংদীর পলাশে ৫০০ টাকা নিয়ে বিরোধ, দিনমজুর ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর পলাশ স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ঝুলে স্বামীর আত্মহত্যা।

নরসিংদীর পলাশ স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ঝুলে স্বামীর আত্মহত্যা।

নরসিংদী জেলা সংবাদদাতা।

নরসিংদীর পলাশে স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ঝুলে শাহজাহান (৩০) নামে এক স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ মার্চ) ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে ঘটনা এ ঘটে।

নিহত শাহজাহান পলাশ বাজারের ব্যবসায়ী ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার শফিক মিয়ার মেয়ে সুকন্যাকে বিয়ে করেন শাহজাহান। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। এ দম্পতির হোসেন নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এর মাঝে তার স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে যায়। পরে আবারও তারা একসাথে সংসার জীবন শুরু করে।

সর্বশেষ গতকাল রাতে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়ার হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এসময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় শাহজাহান একটি সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাহজাহান নামে একজন সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। কেনো এই আত্মহত্যার ঘটনা, এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয় রাতে স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রীকে মারধরও করেন তিনি। পরে অভিমান করে আত্মহত্যা করে শাহজাহান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত