মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, মামলা করলেন মা নিবন্ধনে চরম ব্যর্থতা: ১৪৪টি রাজনৈতিক দলের কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ নয়। চরমোনাইকে মাহফিল করতে না দেওয়ার কঠিন হুঁশিয়ারি জাতীয়তাবাদী ওলামা দলের। ট্রাক্টরের ফাল চুরির মিথ্যা অপবাদ।। ‎বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। ‎মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর বিরল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ শীর্ষ নেতারা জেলহাজতে। শিবপুরে প্রয়াত যুবদল নেতা নূর-ই আলম মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘ তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না নরসিংদী জেলা ছাত্রদল নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: স্লোগানে মুখরিত শহর, সোহাগ হত্যার বিচার দাবি।

নরসিংদীর পলাশে ৫০০ টাকা নিয়ে বিরোধ, দিনমজুর ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর পলাশে ৫০০ টাকা নিয়ে বিরোধ, দিনমজুর ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা।

পলাশ সংবাদদাতা।

নরসিংদীর পলাশে তুচ্ছ ঘটনার জেরে ইসমাইল মিয়া (৪৫) নামের এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (১০ মে) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনিতে পরিবারসহ ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে দাঁড়িয়ে ছিলেন ইসমাইল। এ সময় আফজাল হোসেন নামে এক যুবকের সঙ্গে তার দেখা হয়, যিনি একই গ্রামের আছান আলীর ছেলে। কিছুদিন আগে ইসমাইল আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা চাইতে গিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে আফজাল ছুরি দিয়ে ইসমাইলের কোমরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ইসমাইলের মৃত্যু হয়।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, ৫০০ টাকার লেনদেন নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী ঘটনায় রূপ নেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত