সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
নরসিংদীর পলাশে স্ত্রীকে নির্যাতনের পর আত্মহত্যার প্ররোচনায় স্বামী গ্রেফতার।
পলাশ প্রতিনিধ।
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার ছিলেন। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেলে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেন। ঘটনার পর নিহতের পরিবার থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত স্বামীকে শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জয়নাল আবেদীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।