মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ, ওসিসহ আহত ৪
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির দুই গ্রুপের শোডাউনকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ।
রোববার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বাদশার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোস্তাফিজুর রহমান পাপন বাদশার নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শোডাউন নিয়ে পলাশ বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করে। মিছিলটি বিএডিসি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে অন্য একটি শোডাউনের সঙ্গে মুখোমুখি হয়। তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে গুলিবিদ্ধ হন ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৬)। এছাড়া আহত হন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল, তার সমর্থক সোহেল আহমেদ (২৫) এবং পলাশ থানার ওসি মনির হোসেন।
জানা যায়, সংঘর্ষের সময় জুয়েল পাশ্ববর্তী একটি মসজিদে আশ্রয় নেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাকে টেনে হিঁচড়ে বের করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে ওসিও হামলার শিকার হন।
আহতদের মধ্যে ইসমাইল হোসেন ও সোহেল আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফজলুল কবির জুয়েলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলেও পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ওসি মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘দুই পক্ষের শোডাউন মুখোমুখি হওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’