বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
নরসিংদীতে ২৪ ঘন্টায় ৩০ জন গ্রেফতার, ৯ কেজি গাঁজা উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও পরোয়ানামূলে মোট ৩০ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৯ কেজি গাঁজা।
বেলাব থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে বেলাব থানাধীন মরিচাকান্দি এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম মোছা: রুবিয়া আক্তার (২৫)। তিনি মরিচাকান্দি এলাকার বাসিন্দা। জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।
অন্যদিকে, রায়পুরা থানা পুলিশের একটি দল পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অপরাধ দমনে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব সফলতা এসেছে। এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদারসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
নরসিংদী জেলা পুলিশ সূত্র জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।