নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, বিকল গাড়ি–চুলাও নিভে গেছে
প্রতিবেদন:
নরসিংদীতে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শহরের বিভিন্ন গ্যাস পাম্পে গ্যাস না পেয়ে অনেক গাড়ি বিকল হয়ে পড়ে আছে। একইসাথে বাসাবাড়িতেও জ্বলছে না চুলা, রান্নাবান্না বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গৃহিণীরা।
শনিবার (১২ জুলাই) সকাল থেকে এই সমস্যার শুরু হয়। গ্যাস না পেয়ে চালকরা গাড়ি নিয়ে পাম্পে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও, আশার আলো নেই। একাধিক সিএনজি চালক ও মালিক জানান, “পাম্পে আসছি দুই ঘণ্টা আগে, এখনো গ্যাস পাইনি। গাড়ি ঠেলেই নিয়ে এসেছি।”
বাসাবাড়ির অবস্থা আরও খারাপ। সকালে রান্না করতে গিয়েই দেখা যায়, গ্যাস আসছে না। অনেক জায়গায় সকাল থেকে এখন পর্যন্ত চুলা জ্বলে না। এতে শিশুসহ অসুস্থদের নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়রা বলছেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পাশাপাশি কিছু এলাকায় এখনও গ্যাসের দাহ্য গন্ধ পাওয়া যাচ্ছে। অনেকে শঙ্কিত হয়ে পড়েছেন যে কোনো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায়।
কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।
সাধারণ মানুষের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ পুনঃচালু করে অবস্থা স্বাভাবিক করা হোক এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যেন সঠিক ব্যাখ্যা দেয়।