বুধবার, ১৬ Jul ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: জামাত-এনসিপি বিরোধী স্লোগান ও কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়ন
নরসিংদী প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই (সোমবার) নরসিংদী শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং জেলা সভাপতি ভিপি নাসিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ভেলানগর জেলখানা মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত অনুষ্ঠিত হয়। মিছিলে “এক বোতল দুই ছিপি—জামাত আর এনসিপি” এবং “জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”—এমন স্লোগান দিয়ে দলের নেতাকর্মীরা নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন—
এম আর গনি মোস্তফা, প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল
ফারুক মিয়া, সহ-সভাপতি, নরসিংদী জেলা
ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা
দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, নরসিংদী জেলা
আদর, সাধারণ সম্পাদক, সদর থানা স্বেচ্ছাসেবক দল
বক্তব্যে নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা জানান, “খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। কেউ যদি তারেক রহমান সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেয়, তাৎক্ষণিকভাবে তাকে প্রতিহত করা হবে।”
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই কর্মসূচিতে দলীয় ঐক্যের দৃঢ়তা এবং ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতির বার্তা দেন বক্তারা।