নরসিংদীতে লাইসেন্স ব্যবস্থা বন্ধ, ইজারার নামে টাকা তোলা: যানজট কমাতে নিয়ন্ত্রণ দরকার
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পৌরসভায় রিকশা ও অটোরিকশার লাইসেন্স ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে বছরের পর বছর, এর বদলে ইজারার মাধ্যমে টাকা তোলা হচ্ছে প্রতিদিন। ফলে, কত হাজার অটোভ্যান, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য ছোট যান শহরে ঢুকছে—তা পৌর কর্তৃপক্ষের অজানা।
শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো—পৌরসভা চত্বর, ইন্ডেক্স প্লাজা, জেলখানার মোড়, গেঞ্জি পট্টি, সুতা পট্টি, আরশিনগর রেলগেইট, স্টেশন খালপাড় —দিনরাত যানজটে অচল হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পৌরসভা অবিলম্বে লাইসেন্স ব্যবস্থার পুনঃপ্রবর্তন করে, তবে অবৈধ যান প্রবেশ কমবে এবং যানজট অনেকটাই কমানো সম্ভব হবে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে, তারা প্রতিদিন অবৈধভাবে শহরে ঢুকে পড়ছে। নিয়ন্ত্রণ না আনলে এ সমস্যার সমাধান হবে না।”
পৌরসভার এক কর্মকর্তা স্বীকার করেছেন, “আমরা জানি সমস্যার কথা, কিন্তু রাজনৈতিক চাপ ও আর্থিক সুবিধার কারণে অনেক কিছু থমকে আছে।”
যানজট ও লাইসেন্স পদ্ধতি বিষয়ে নরসিংদী পৌর প্রশাসক মৌসুমী সরকার রাখি বলেন আমি পৌর প্রশাসক হওয়ার তিন থেকে চার বছর আগে লাইসেন্স পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়, লাইসেন্স দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত এখনো পৌরসভার থেকে হয়নি, যানজট নিরসনে সকলকে নিয়েই কাজ করতে হবে।
স্থানীয়রা অবিলম্বে লাইসেন্স পদ্ধতি চালু করা, ইজারার নামে বেহিসাবি টাকা তোলা বন্ধ করা এবং শহরের প্রবেশপথে যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।