মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার
হাসান সরকার।
নরসিংদী জেলা পুলিশের অভিযানে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন সংস্থায় চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত প্রতারকের নাম মহিউদ্দিন (৫৫), পিতা মৃত হোসেন উদ্দিন, স্থায়ী ঠিকানা লক্ষীপুর, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ; অস্থায়ী ঠিকানা বিলাসদী, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী।
নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (৫ মে) নরসিংদী জেলা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তার নিকট থেকে বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে, যা প্রতারণার কাজে ব্যবহার হতো বলে পুলিশ ধারণা করছে।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রতারণার শিকার কেউ হয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।