রবিবার, ২০ Jul ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
নরসিংদীতে নিয়মিত ও বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার, ২ কেজি গাঁজাসহ আটক ১
হাসান সরকার, নরসিংদী, ১৯ জুলাই:
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের নিয়মিত অভিযান ও পরোয়ানাভুক্ত মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের দায়িত্বশীলরা।
মাদকবিরোধী অভিযান চলাকালে বেলাব থানা পুলিশের একটি টিম দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ হৃদয় মোল্লা (৩২) নামে এক ব্যক্তিকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। তিনি নরসিংদী সদর উপজেলার গোড়াদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ বাদল মিয়া। জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয় মোল্লার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে চলমান এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একইসঙ্গে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।