শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
নরসিংদী প্রতিনিধি ▪ ১৭ জুলাই ২০২৫
“জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা, শহিদ ও আহত পরিবারের সদস্যরা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা “জুলাই শহিদ দিবস”-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই দিনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবময় অধ্যায়। শহিদদের আত্মত্যাগ যেন আমাদের সামনে পথ দেখায় এবং বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে গঠিত একটি সমাজ গঠনে সবাইকে সচেষ্ট থাকতে হবে—এমন আহ্বান জানান তাঁরা।
আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, এবং আরও অনেকে।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।