মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ড ভ্যান চালক আহসান উল্লাহ (৫০) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আহসান উল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলার প্রধান আসামি এখনো পলাতক এবং মামলার বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
নিহতের স্বজনরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং পরিবারের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।