নরসিংদীতে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির শুভ উদ্বোধন।
নাজাত ২৪ নিউজ।
নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো আজ। নরসিংদী জেলা সমিতির উদ্যোগে মহানগর গোধূলি, মহানগর প্রভাতী ও উপবন এক্সপ্রেস ট্রেন এখন থেকে নরসিংদী রেলস্টেশনে যাত্রা বিরতি দেবে।
রবিবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ৮টা ৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা বিরতির শুভ উদ্বোধন করা হয়। এসময় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে নরসিংদী জেলা সমিতির নেতৃবৃন্দ ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, উপদেষ্টা আলহাজ্ব জসীম উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক গোলাম কিবরিয়া, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও রেলওয়ে কর্মকর্তাবৃন্দ।
এই যাত্রা বিরতির ফলে নরসিংদী জেলার যাত্রীদের ঢাকা এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।