সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ।
রায়পুরা উপজেলা প্রতিনিধি।
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি চুম্বক ড্রেজার জব্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৪ মে) সকালে ড্রেজারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
স্থানীয়রা জানান, কোনো ধরনের সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই চুম্বক প্রযুক্তির ড্রেজার বসিয়ে প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ ধ্বংস করে অবাধে বালু উত্তোলন চলছিল। বিষয়টি বুঝতে পেরে নিলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দারা একত্রিত হয়ে সকালের দিকেই ড্রেজারটি জব্দ করে।
নিলক্ষ্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন সরকার বলেন, “প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, নদীভাঙন এবং কৃষিজমি হুমকির মুখে পড়ছে। আমাদের কৃষি জমি রক্ষায় প্রয়োজনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি চুম্বক ড্রেজার জব্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৪ মে) সকালে ড্রেজারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
স্থানীয়রা জানান, কোনো ধরনের সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই চুম্বক প্রযুক্তির ড্রেজার বসিয়ে প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ ধ্বংস করে অবাধে বালু উত্তোলন চলছিল। বিষয়টি বুঝতে পেরে নিলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দারা একত্রিত হয়ে সকালের দিকেই ড্রেজারটি জব্দ করে।
নিলক্ষ্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন সরকার বলেন, “প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, নদীভাঙন এবং কৃষিজমি হুমকির মুখে পড়ছে। আমাদের কৃষি জমি রক্ষায় প্রয়োজনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি ড্রেজার জব্দ করেছে এলাকাবাসী। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং ড্রেজারটি আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। রোববার দুপুর পর্যন্ত ড্রেজারের মালিকপক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”
আরও কোনো তথ্য বা পর্দার খবর জানতে চান?