রবিবার, ১৩ Jul ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যালয়ের সামনের সড়কে একটি বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায়, এটি ককটেল বিস্ফোরণ ছিল। বিস্ফোরণের পরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকা ঘিরে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনাটি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নাকি কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে সংঘটিত হয়েছে—তাও তদন্তসাপেক্ষ।
এ বিষয়ে আরও তথ্য আসছে…