রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
দেবিদ্বারে ভ্যানচালক শফিউল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লার দেবিদ্বারে ভ্যানচালক মোঃ শফিউল্লাহ (৪৩) হত্যা মামলার প্রধান আসামী মোঃ রাছেল হোসেন (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছে। র্যাব-১১ এর অভিযানে পটুয়াখালীর বাউফল থানাধীন নগরের হাট এলাকা থেকে তাকে ১৭ মে রাতে আটক করা হয়।
জানা গেছে, রাছেল পূর্বে ভিকটিমের কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত না দেওয়ায় মনোমালিন্য তৈরি হলে ৬ মে ২০২৫ দুপুরে পূর্বপরিকল্পিতভাবে গ্যারেজে ডেকে নিয়ে শাবল ও ড্রিল মেশিন দিয়ে নৃশংসভাবে শফিউল্লাহকে হত্যা করে রাছেল। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করে সে।
ঘটনার পর নিহতের স্ত্রী মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাছেল হত্যার দায় স্বীকার করেছে। তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।