রবিবার, ২৭ Jul ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত
মােছা তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ২০২৫)
বোর্ডেরহাট মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জেসমিন সরকারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
কর্মীসভার উদ্বোধন করেন জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক
ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সায়কা বেগম, সাধারণ সম্পাদক সালমা আক্তার।
আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক স্বপ্ন বেগম প্রমূখ।
কর্মীসভায় জেলা মহিলাদল, কোতয়ালি মহিলাদল, পৌর মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জেমিন সরকারকে সভাপতি ও মোছাঃ সাজেদা বেগমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কমিটির নাম ঘোষণা করা হয়।