বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
দিনাজপুরে স্ত্রীকে হত্যার চেষ্টা
থানায় অভিযোগ দায়ের।
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকায় মোছাঃ মর্জিনা বেগম (৪৫) নামক এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মোঃ আব্দুর রহমান (৫২) এবং আরও চারজন মহিলা মোছাঃ লিলুফা (৪৫), মোছাঃ জান্নাতুন (২৫), মোছাঃ পুতুল (৪০) ও মোছাঃ আলো (২০) পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে।
অভিযোগকারী মর্জিনা বেগম জানান, গত ১৫ই এপ্রিল ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তাকে দিনাজপুর রেল স্টেশনের পূর্ব দিকে বটতলা মোড়ে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্তরা গাছের ডাল ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে তার স্বামী আব্দুর রহমান ধারালো চাকু দিয়ে তার মাথার মাঝখানে সজোরে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং সেখানে ছয়টি সেলাই দিতে হয়। তিনি আরও অভিযোগ করেন, মাটিতে পড়ে যাওয়ার পরেও তার স্বামী পুনরায় তাকে আঘাত করতে চাইলে তিনি বাম হাত দিয়ে ঠেকালে তার বাম হাতের তালুতেও গুরুতর আঘাত লাগে এবং সেখানে চারটি সেলাই দিতে হয়েছে।
মর্জিনা বেগমের অভিযোগ অনুযায়ী, অন্যান্য অভিযুক্ত ২ ও ৩নং বিবাদী তাদের হাতে থাকা লাঠি ও গাছের ডাল দিয়ে তার দুই পায়ে ও পিঠে আঘাত করে এবং ১নং বিবাদী তার ডান হাত মোচড়ে ভেঙে দেয়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার আগে তাকে হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর মর্জিনা বেগমের মেয়ে মোছাঃ বৃষ্টি আক্তার এবং মোঃ শাকিল হোসেন, মোছাঃ নাছিমা বেগম তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মর্জিনা বেগম তার অভিযোগে আরও উল্লেখ করেন যে, তার স্বামীর কাছে তিনি বাড়ি ভাড়ার টাকা পান এবং তার কাছ থেকে ধার নেওয়া আট হাজার টাকা ফেরত চাইলে তার স্বামী তালবাহানা শুরু করেন। এরপর থেকেই তার স্বামীকে অন্যান্য অভিযুক্তদেরকে দিয়ে তাকে মারধরের জন্য লাগিয়ে রাখার অভিযোগ করেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে মর্জিনা বেগমের মেয়ে মোছাঃ বৃষ্টি আক্তার থানায় অভিযোগপত্রটি দাখিল করেছেন।