রবিবার, ১৩ Jul ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
১৬ বছরের রাজপথের লড়াই: মামলার পাহাড়, কারাবরণ আর তবুও নতি নয় আমজাদ হোসেনের! পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ড. ফয়জুল হকের বিএনপি থেকে পদত্যাগ নিয়ে নাটকীয়তা রায়পুরায় দুই পক্ষের সং,ঘর্ষে আ,হত ফারুকের মৃত্যু নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মরহুম নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খোকন বললেন: ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে চারা বিতরণ করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় মরহুম নূরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত দিনাজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর, আহত শতাধিক

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি //

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট-২০২৪) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর বড় ময়দানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুর-এ- আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ।
ভাষ্যকার হারুনুর রশিদের
সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শহররআওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এস এম শামীম আলম সরকার বাবু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম,
দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কুলসুম বেগম নার্গিসসহ দিনাজপুর বন বিভাগের কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোছাঃ নুরুন নাহার, দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, কাহারোল বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল ও উত্তর গোবিন্দপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম রায়হান কবির।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বড়মাঠস্থ বৃক্ষ মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নার্সারি মালিক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বৃক্ষ মেলায় হর্টিকালচার সেন্টার, বিএডিসি, বরেন্দ্র, ব্র্যাক নার্সারি, ওয়াল্ড ভিশন, বন্ধুসহ ৮৫টি নার্সারি’র স্টল অংশগ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত