দিনাজপুরে তিন মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযানে।
মোছা তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের বাহাদুর বাজার লিলির মোড় জেল খানা মোড় ও এলাকায় আজ প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফুটপাত ও সড়কের উপর গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়া হয়। এতে জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন অনেকে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমাতেই এ ধরনের অভিযান চলমান থাকবে।