দিনাজপুরে এবারে সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা নির্ধারণ
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে এবারে সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিনাজপুর জেলা শহরের
আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি শোয়াইব, মুফতি ফয়সাল, মুফতি আরিফুল ইসলাম, মুফতি শহিদুল ইসলাম, মুফতি হোসাইনসহ দিনাজপুর জেলা শহরের ২৫/৩০ জন ইমাম ও আলেম উপস্থিতি ছিলেন।
সভায় দিনাজপুরের স্থানীয় বাজার দর পর্যালোচনা করা হয়। বাজার দর আলোচনার পর সর্বসম্মতিক্রমে এবারের ফিতরার নিম্নরূপ হার নির্ধারণ করা হয়। আটা স্থানীয় বাজার দর অনুযায়ি ৬০ টাকা কেজি হিসেবে ১ কেজি ৬৫০ গ্রামের মূল্য ৯৯ টাকা হয় সেখানে ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়। খেজুর ৪৮৫ টাকা কেজি দরে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ১৬০০ টাকা। কিসমিস ৭০০ টাকা কেজি দরে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ২৩০০ টাকা নির্ধারণ করা হয়। সে হিসেব অনুযায়ি এবারের ফিতরা জনপ্রতি আটা'র হিসেব অনুযায়ি ১০০ টাকা, খেজুর ১৬০০ টাকা ও কিসমিসের বাজার দর হিসেব অনুযায়ি মনোনয়নপত ২৩০০ টাকা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।