সোমবার, ১৪ Jul ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
দিনাজপুরে ঈদ-উল- আযহা উপলক্ষ্যে
জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ দপ্তরের
আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি ॥
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে গবাদিপশু হৃষ্ঠপুষ্টকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সার্বিক প্রস্তুতি ও সমন্বয়মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২মে-২০২৫ বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, সন্তানদের মাথায় থেকে চাকরির ভূত সরিয়ে দিতে হবে। কারণ চাকরি করার মানে হচ্ছে নির্ধারিত একটা গণ্ডির মধ্যে চলা। তাই ছেলেমেয়েদের উদ্যোক্তা হিসেবে তৈরি করে খামার করার আগ্রহ বাড়াতে হবে। এছাড়া দেশের উন্নয়ন করতে হলে খামার বাড়াতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত -ই- রাব্বান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, দিনাজপুর চেম্বারের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রজেক্টর এর মাধ্যমে কার্যক্রম প্রদর্শন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মোঃ গোলাম কিবরিয়া।এছাড়াও মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি মোঃ আক্তার আজিজ, জেলা মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ভুট্টু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ সময় খামারি, গরু ব্যবসায়ী, মৌসুমী কসাই, হাট ইজারাদার, স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন।