রবিবার, ১৩ Jul ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
ড. ফয়জুল হকের বিএনপি থেকে পদত্যাগ নিয়ে নাটকীয়তা
নিজস্ব প্রতিবেদক
ঢাকার মিটফোর্ড এলাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার পর দেশের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর বিএনপি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বহিষ্কার বা স্বেচ্ছায় পদত্যাগ করলেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন ড. ফয়জুল হক।
শনিবার (১২ জুলাই) মালয়েশিয়া বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক পরিচয়ে তিনি ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তবে ঝালকাঠিতে তার পদত্যাগ নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, ফয়জুল হক আদৌ সংগঠনের সক্রিয় কোনো দায়িত্বে ছিলেন কিনা, তা তারা জানেন না। কেউ কেউ অভিযোগ করেছেন—তিনি মূলত জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তার জামায়াত সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে কিছু ছবি ও তথ্যও প্রকাশ পেয়েছে।
সুশীল মহল থেকে প্রশ্ন উঠছে—এই পদত্যাগ কি নৈতিক না কি উদ্দেশ্যপ্রণোদিত?