বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
প্রকাশ্য দিবালোকে গাছ কর্তন উদ্ধার করলেন তশীলদার মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ১৮/৪/২৫ ইং গত শুক্রবার জেলা দিনাজপুর চিরির বন্দর উপজেলা ৯ নং পূব ভিয়াল ইউনিয়নে নুর জাহান আলিয়া মাদরাসার জমির রাস্তার দুই ধারে ৪ টি গাছ কেটে ফেলে আমির খুশরু গাছ কেটে রাস্তার দুই ধারে ফেলে রাখে বিষয় টি ভিয়াল ইউনিয়ন তসিলদার কাছে মুঠো ফনে জানতে চাইলে তিনি সাংবাদিক কে জানায় সারবেয়ার করে দেখে নুরজাহান আলিয়া মাদরাসার জমির গাছ বিষয় টি এছিলেন অবগত করে তসিল দার,ভিয়াল কাচারি পাড়া মোঃ তরিকুল ইসলাম বলে আমির খশরু বাড়ির কাজের জন্য গাছ কাটে এলাকাবাসী বলে এই কাজগুলো সরকারি কোষাগরে অথবা নুর জাহান আলিয়া মাদরাসা জমা হোক।