চাঁদাবাজির মামলায় গ্রেফতার, অতিরিক্ত দুই মামলার ওয়ারেন্ট: ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতির বহিষ্কার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে নির্মাণাধীন সিমেন্ট ফ্যাক্টরিতে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি এস আই মনিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, এস আই মনিরের বিরুদ্ধে শুধু চাঁদাবাজির মামলাই নয়, তার বিরুদ্ধে আরও দুটি মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে। এ অবস্থায় তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধে জড়িত থাকার অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী জেলা যুবদলের একাধিক নেতা জানান, দলের ভাবমূর্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় যুবদলের নির্দেশে এস আই মনিরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ডাংগা ইউনিয়নে একটি নির্মাণাধীন সিমেন্ট ফ্যাক্টরিতে চাঁদা দাবি করার অভিযোগ উঠে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্র বলছে, ভবিষ্যতে কেউ যদি দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।