চর ফ্যাশনের লঞ্চঘাট থেকে আলামিন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই ২০২৫
ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় দায়ের করা চাঞ্চল্যকর আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এবং র্যাব-৮ এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানটি গত রাতে ভোলা জেলার চর ফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট এলাকায় পরিচালিত হয়। সেখান থেকেই মামলার ১ নম্বর ও ২ নম্বর এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়।
র্যাবের এক কর্মকর্তা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক ছিল এবং আত্মগোপনে ছিল দক্ষিণাঞ্চলের ওই নদীবন্দর এলাকায়।”
উল্লেখ্য, মোহাম্মদপুর এলাকায় কিছুদিন আগে সংঘটিত হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। নিহত আলামিনের পরিবারের দায়েরকৃত মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ও র্যাব।
গ্রেফতারকৃতদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে তাদের ভূমিকা, উদ্দেশ্য ও অন্যান্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় মামলা তদন্ত আরও গতি পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।