চরমোনাইকে মাহফিল করতে না দেওয়ার কঠিন হুঁশিয়ারি জাতীয়তাবাদী ওলামা দলের।
নাজাত ডেস্ক রিপোর্ট।
চরমোনাই পীর ও তার অনুসারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—চরমোনাই পীরকে দেশের কোথাও মাহফিল করতে দেওয়া হবে না।
সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। সভাটি আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।
সেলিম রেজা বলেন, “চরমোনাই পীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা কীভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তার ব্যাখ্যা দিতে হবে। আমরা শিগগিরই দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করব।”
তিনি আরও বলেন, “যারা ধর্মের নামে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে, তাদের বিষয়ে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।”
এ সময় তিনি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কোনো উসকানিমূলক ও উগ্র বক্তব্য সহ্য না করারও কড়া বার্তা দেন। বলেন, “আমাদের নেতৃত্ব যদি নির্দেশ দেন, তাহলে আমরা কঠোর প্রতিক্রিয়া দেখাব।”
ওলামা দলের আহ্বায়ক বলেন, “ধর্মকে পুঁজি করে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে আমরা তা মোকাবিলা করব। ইসলামী মূল্যবোধ রক্ষা ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয়তাবাদী ওলামা দল সর্বদা প্রস্তুত।”
সভায় দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন।