বুধবার, ১৬ Jul ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
ঘোড়াশাল ও পলাশ জামায়াতের উদ্যোগে জাতীয় সমাবেশ সফল করতে প্রচারণা মিছিল
নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ জামাতে ইসলামী ঘোড়াশাল শাখা ও পলাশ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঘোড়াশাল বাজার স্টেশন এলাকায় একটি প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ঘোড়াশাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ঘোড়াশাল ও পলাশ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতারা বলেন, “জাতীয় সমাবেশ জনগণের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। এই সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
নেতারা আরও বলেন, দেশের ক্রান্তিকালে এই জাতীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তারা ঘোড়াশাল ও পলাশবাসীর প্রতি সমাবেশে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।