বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ভারতে ৩-৫ বছর কারাভোগের পর দেশে ফিরল বাংলাদেশি দুই নারী-পুরুষ বেনাপোল কাস্টমস হাউজে কলমবিরতি : আমদানি-রপ্তানি স্বাভাবিক বেনাপোল কম্পিউটার (বেতনা) ট্রেনটি নাভারনে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত ২ যশোরগদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা মেহেরপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জুয়া আসরে যুবসমাজ বিপথগামী: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কাম্য বেনাপোল পোর্ট থানার ওসি মো রাসেল মিয়ার নেতৃত্বে অভিযানে সুমন হোসেন হত্যা মামলা আসামি গ্রেফতার মরজাল ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতির রাজত্ব – নায়েব ও দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনসাধারণ আওয়ামীলীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা, শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা নরসিংদীর পলাশে ৫০০ টাকা নিয়ে বিরোধ, দিনমজুর ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

ঘোড়াঘাটে হত্যা মামলার পলাতক আসামী ২ সহোদর গ্রেপ্তার।

ঘোড়াঘাটে হত্যা মামলার পলাতক আসামী ২ সহোদর গ্রেপ্তার।

মােঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১৪।বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুই সহোদর উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্পাড়া এলাকার কামরুজ্জামান রাজু চৌধুরী (৩৫) ও সাখাওয়াত হোসেন চৌধুরী(২৮)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্পাড়া গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে চাচা বাবুল চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৭ ফেব্রুয়ারি নিহত মতিয়ার রহমান (৫০) তার জামাই আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসেন।
পরে দুপুরে আনোয়ার হোসেন তার শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন নিয়ে ওই বিরোধীয় জমিতে ধান রোপণ করতে যান। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তার তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে।
আক্রমণকারীদের দেখে জামাই আনোয়ারসহ অন্য লোকজন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু শ্বশুর মতিয়ার রহমানকে ধরে ফেলেন হামলাকারীরা। এসময় হামলাকারীরা দাঁ দিয়ে কোপাতে থাকেন মতিয়ার রহমানকে। এতে মতিয়ার রহমানের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

পরে এ ঘটনায় নিহত মতিয়ার রহমানের মেয়ে বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি বাবলু চৌধুরীকে (৬৫) আটক করে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,ঘোড়াঘাট উপজেলার সোনামুখি এলাকার মতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দুই সহোদর উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্পাড়া এলাকার কামরুজ্জামান রাজু চৌধুরী (৩৫) ও সাখাওয়াত হোসেন চৌধুরীকে(২৮) বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকা থেকে থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১৪ গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তারকৃত দুই সহোদরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে খুন হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি বাবলু চৌধুরীকে (৬৫) আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত