সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জে একাধিক মামলার আসামি হৃদয় গ্রেফতার।
নিজস্ব প্রতিনিধি।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি এইচ.এম. মোহতাসিম ফুয়াদ ওরফে হৃদয় (পিতা: কলেজ শিক্ষক মাহবুবার রহমান) গ্রেফতার হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) রাতের অভিযানে তাকে গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি খানাবাড়ী এলাকা থেকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা, আপেল মাহমুদসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। হৃদয়ের বিরুদ্ধে প্রথম মামলা রুজু হয় ২০১৯ সালের ৫ এপ্রিল। এরপর থেকে ২০১৯, ২০২০, ২০২১, ২০২৪ ও ২০২৫ সালের মোট সাতটি মামলায় তার নাম রয়েছে এজাহারভুক্ত আসামি হিসেবে।
ওসি বুলবুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত হৃদয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”