বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি সহিংসতা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগার পর্যন্ত। দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও শর্টগানসহ আটক দুই শহীদ জুলাই দিবস উপলক্ষে শিবপুরে দেওয়ালচিত্র প্রতিযোগিতা, পরিদর্শনে ইউএনও-ওসি। দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে থমথমে পরিস্থিতি ইউএনও’র গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, দাওয়াপাল্টা উত্তেজনা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন, আহত ৩ পুলিশ সদস্য নরসিংদীতে ২৪ ঘন্টায় ৩০ জন গ্রেফতার, ৯ কেজি গাঁজা উদ্ধার উত্তর মুগদায় প্রকাশ্যে মাদক বিক্রি, ‘মাদকের রানী’ ইতির দাপট — ধ্বংসের মুখে যুব সমাজ নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: জামাত-এনসিপি বিরোধী স্লোগান ও কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়ন

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি সহিংসতা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগার পর্যন্ত।

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি
সহিংসতা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগার পর্যন্ত।

গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বহরে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে।

হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগার পর্যন্ত। একদল উত্তেজিত হামলাকারী কারা ফটকে হামলা চালিয়ে ভাঙচুর করে ও কারাগারের সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে দায়িত্বরত কয়েকজন কারারক্ষী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেয়। এনসিপি নেতাদের বহর পিছু হটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার জেরে পুরো গোপালগঞ্জ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, “সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রশাসন রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত