বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
কলকাতায় গেল ৪০০ কেজি আম
মনির হোসেন, বেনাপোল।
ভারতের কলকাতায় বাংলাদেশি উপ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি মৌসুমী ফল আম পাঠিয়েছেন বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। অন্যান্য মালামাল যে ভাবে ভারতে রপ্তানি হয় ঠিক তেমন ভাবে আম ভারতে গেছে।
ইতিপূর্বে আম বা ইলিশ মাছ উপহার স্বরুপ ভারতে পাঠানোর সময় উভয় দেশে ডজন খানিক কর্মকর্তারা উপস্থিত থাকতো। তবে এবার ব্যতিক্রম ঘটলো। এবার আম পাঠানোর জন্য দুই দেশের কোন কর্মকর্তাদের দেখা যায়নি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রনালয় থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ দূতাবাসের নামে ৪০০ কেজি আম (৮১ কার্টুন) বুধবার ভারতে পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো ভারতে পাঠিয়েছেন।
এর আগে আমগুলো নিয়ে ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের একটি ট্রাকে করে মো. মোক্তার নামে এক বাংলাদেশী ট্রাক চালক স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আসে। পরে এখানকার আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোলে রওয়ানা দেন। #