বুধবার, ১৬ Jul ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
উত্তর মুগদায় প্রকাশ্যে মাদক বিক্রি, ‘মাদকের রানী’ ইতির দাপট — ধ্বংসের মুখে যুব সমাজ
📍 মুগদা, ঢাকা | ১৫ জুলাই ২০২৫
রাজধানীর উত্তর মুগদা মদিনবাগ পানির পাম্প এলাকার বাসিন্দারা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। এলাকাবাসীর অভিযোগ, ‘মাদকের রানী’ নামে পরিচিত ইতি দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মাদক বিক্রি করছে। তার এই অবাধ কর্মকাণ্ডে এলাকার যুব সমাজ দ্রুত নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং সমাজে বিশৃঙ্খলার জন্ম দিচ্ছে।
স্থানীয়রা জানায়, একাধিকবার অভিযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ইতি প্রকাশ্যে মাদক বিক্রি করলেও রহস্যজনক কারণে সে থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, “আমার ছেলে আগে খুব ভালো ছাত্র ছিল। এখন বন্ধুদের সাথে সে রাতে বাইরে থাকে, নেশার জগতে ঢুকে পড়েছে। আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, অথচ কেউ কিছু করছে না।”
এলাকাবাসীর দাবি, দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনী যেন কার্যকর ব্যবস্থা নিয়ে এই চক্রকে গ্রেফতার করে এবং যুব সমাজকে রক্ষা করে।