আইইবি দিনাজপুর কেন্দ্র এর
আয়োজনে সেমিনার অনুষ্ঠিত
মোছা তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি) দিনাজপুর কেন্দ্র এর আয়োজনে ২৩ জুলাই-২০২৫ বুধবার রাত ৮ টায় দিনাজপুর সড়ক সার্কেলের সম্মেলন কক্ষে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড থেকে পাথর উৎপন্ন ও এর ব্যবহার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সেমিনারে সূচনা বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন (ইউজিওএন্ডএম) চলতি দায়িত্ব. এমজিএমসিএল পার্বতীপুর দিনাজপুরের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ ওবায়দুল্লাহ।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ নুর ইসলাম, নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আইইবি দিনাজপুর কেন্দ্রের প্রকৌশলী সদস্যবৃন্দ।
উক্ত সেমিনারটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রকৌশলী মোঃ সৈকত আলী ও দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফাওজুল কবীর।
সেমিনারের শুরুতে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক প্রকৌশলী মোঃ ওবায়দুল্লাহকে আইইবি দিনাজপুর কেন্দ্রের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান ও সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।