মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে নরসিংদীতে বাস-ট্রাক চালকদের মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি।
ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে চলাচলরত থ্রি হুইলার, অটোরিকশা ও সিএনজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নরসিংদী জেলার বাস ও ট্রাক চালক শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবহন সংগঠনের চালক, শ্রমিক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ও সিএনজি চালিত যানবাহনের চলাচল মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে। এতে একদিকে যেমন যাত্রী ও পরিবহন শ্রমিকদের জীবন হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সড়কে স্বাভাবিক যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
তারা দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ যানবাহনের চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সতর্ক করেন, দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।