বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
২৪ ঘন্টায় ২০৫লিটার মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার ০৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ নরসিংদী।
আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ২০৫ লিটার দেশীয় তৈর চোলাই মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ০৪ জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে সর্বমোট ৩৫ জন গ্রেফতার।
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ২০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ৬০০ গ্রাম গাজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে নরসিংদী মডেল থানা কর্তৃক ১৩ জুলাই ২০২৪ রাত ২২.৪৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন হাজিপুর এলাকা হতে-২০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ রিনা রানী দাস@রিনা রবি দাস (৪০) নামের ০১ জন গ্রেফতার করা হয়। এছারাও পলাশ থানা কর্তৃক ১৩ জুলাই ২০২৪ রাত ২১.৫০ ঘটিকায় পলাশ থানাধীন দরিহাওলা পাড়া এলাকা হতে-৬০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাসুম (২৪), মোঃ নাসির উদ্দিন (২৭),আবু বক্কর সিদ্দিক (৩৪) নামের ০৩ জন গ্রেফতার করা হয়। এর পাশাপাশি রায়পুরা থানা কর্তৃক পরোয়ানা মূলে ০৬ জন গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ২৫ জন গ্রেফতার করা হয়। উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট-৩৩টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।