শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
সারা দেশের প্রবীন সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে
-রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মুহাম্মদ আব্দুল্লাহ
মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি // বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন,
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ শ্রেণি হতে এমএ ক্লাস পর্যন্ত একজন সাংবাদিকের দুইজন সন্তানকে বৃত্তি প্রদান করা হবে। অতিদ্রুত সারা দেশের প্রবীন সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে।
সাংবাদিকদের অনুদানের পরিবর্তে সম্মানি শব্দটা সংযোজন করা হয়েছে।
বিগত দিনে সাড়ে ১২ হাজার সাংবাদিককে অনুদান দেয়া হয়েছে, যার পরিমান ছিল ৪৪ কোটি টাকা। অতিতে দলীয় বিবেচনায় সাংবাদিকদের অনুদান দেয়া হয়েছে। প্রকৃত সাংবাদিকদের অনুদান দেয়া হয়নি। আগামীতে প্রকৃত সাংবাদিকদের কল্যাণে কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর, ২০-২৪) বিকেল ৩টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে “সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরসিইউজে এই মতবিনিময় সভার আয়োজন করে।
রংপুরের জেলা প্রশাসক ও
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুরের সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরসিইউজে’র
সভাপতি সালেকুজ্জামান সালেক।
রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরসিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান হাবু, সাবেক সাধারণ সম্পাদক লিয়াত আলী বাদল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জি এম হিরু, রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের সম্পাদক মোস্তফা সারোয়ার, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, রেজাউর করিম প্রমূখ।
মতবিনিময় সভাপতি শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
উল্লেখ্য, রংপুর বিভাগের ৮ জেলার ২৪ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। ২৪ সাংবাদিকের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানসহ রংপুর বিভাগের ৮টি জেলার সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।