শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
যশোরের শার্শা উপজেলায় বেলতলা আমবাজার থেকে কেমিক্যাল মিশ্রিত আম বাজারজাত করন শুরু নরসিংদীতে জুলাই আন্দোলনের আহতদের চেক বিতরণ, বঞ্চিতদের ক্ষোভ ও যাচাই নিয়ে বিতর্ক কাজ ভাগিয়ে নিতে কোটি টাকা দুর্নীতি: নরসিংদী জেলা কারাগার প্রকল্পে বিশ্বাস বিল্ডার্সের দাপট। নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার নোয়াখালীতে র‌্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি। জাহিদুল কবির ভূঁইয়া: নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নেতৃত্বে এক উজ্জ্বল নাম। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস

ব্যাংকে চাঁদা দাবির অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নরসিংদী জেলা জামায়াত ইসলামী

ব্যাংকে চাঁদা দাবির অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নরসিংদী জেলা জামাত ইসলামী

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীর মাধবদীতে ৭ এপ্রিল সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের জড়িয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলো, কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জামায়াতের নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে’—এ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জামায়াত ও শিবিরের কোনো নেতাকর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। পাশাপাশি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সেলিম মিয়ার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়াও ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু সাঈদ এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা নেই বলেও বক্তব্য দিয়েছেন।

জামায়াতের জেলা আমির মাওলানা মোছলেহুদ্দিন ও সেক্রেটারি আমজাদ হোসাইন এক যৌথ বিবৃতিতে জানান যে, ‘ওই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী বা সংগঠন জড়িত নয়। নরসিংদীর মাধবদীতে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার সঙ্গে কয়েকজন ঋণখেলাপির কথাকাটাকাটির ঘটনা ঘটেছে, যার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে শিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত-শিবিরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাদের সুসংগঠিত ধারাবাহিক কার্যক্রম ব্যাহত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

জেলা প্রচার সম্পাদক আমীরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী দায়িত্বশীলদের বক্তব্য নেওয়া উচিত ছিল। কিন্তু সংবাদ প্রকাশে তা অনুসরণ করা হয়নি। প্রকৃত ঘটনা গোপন রেখে আমাদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত