বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
ফুলতলাতে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।।
এস.এম.শামীম জেলা প্রতিনিধি, খুলনা।
ফুলতলাতে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলতলা উপজেলা শাখার শিরোমনি নিজেস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের সাংবাদিকদের অধিকার আদায় প্রতিষ্ঠায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস ক্লাব ফুলতলা উপজেলা শাখা এবং খুলনা জেলার সভাপতি মিয়া বদরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, রেজোয়ান আকুন্জী রাজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব দিঘলীয়া উপজেলার সভাপতি মোড়ল মনিরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ডুমুরিয়া উপজেলার সভাপতি সরদার বাদশা এবং সহ সভাপতি মোঃ মাহবুবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কবি সাহিত্যেক আনন্দ কুমার স্বর, এসটি বাংলা টিভির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব ফুলতলা উপজেলা শাখার কোষাধ্যক্ষ এসকে ইউসুফ, আইন বিষায়ক সম্পাদক এ্যাডভোকেট ইরানী পারভীন, নবীন সাংবাদিক ফাহাদ হোসেন শাহিন এ সময় ক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে সাংগঠনিক আলোচনা ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।