বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
পাকিস্তানে সংঘর্ষে ৬ সেনা ও ২২ সন্ত্রাসী নিহত
নাজাত ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার তিনটি জেলায় সংঘর্ষে ৬ সেনাসদস্য ও ২২ সন্ত্রাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার ও শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তান আইএসপিআরের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখাওয়ার থল জেলায় সন্ত্রাসীদের একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী। সংঘর্ষে প্রথমে তিন সন্ত্রাসী নিহত হয়। এ সময় ৬ জন সেনা নিহত হন।
এরপর সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্যাংক জেলার গুল ইমাম এলাকায় পরিচালিত অভিযানে ৯ সন্ত্রাসীকে হত্যা করা হয়। আর উত্তর ওয়াজিরিস্তান জেলায় অন্য এক অভিযানে ১০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। এখনও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অঙ্গীকারবদ্ধ। আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে।’
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সফলতা ও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘২২ জন সন্ত্রাসীকে হত্যার এই সাফল্য নিরাপত্তা বাহিনীর একটি বড় অর্জন। সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।’
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘দেশের জন্য জীবন উৎসর্গকারী এই সাহসী সেনাদের প্রতি আমি ও পুরো জাতি শ্রদ্ধা জানাই। সন্ত্রাসবাদ নামক দানবের বিরুদ্ধে যুদ্ধ চলতেই থাকবে, যতক্ষণ না এটি দেশ থেকে সম্পূর্ণ নির্মূল হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে আছে।’
সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে সরকারের সঙ্গে হওয়া অস্ত্রবিরতি ভেঙে দেওয়ার পর থেকে এসব হামলা আরও বেড়েছে