বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
নিয়মিত অফিস করেন না শিবপুরের সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তানজিনা!
আর এ লায়ন সরকার
নরসিংদী শিবপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা। তারা জানান, মাসের অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন তিনি। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
রোববার (৩০ জুন) দুপুর ১টার দিকে শিবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের অফিস কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি কক্ষটির আশপাশেও কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।
সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, বিভিন্ন কাজ নিয়ে বারবার এই অফিসে আসতে হয় আমাদের। তানজিনা আক্তারের সঙ্গে আমাদের দেখা হয় না। টেলিফোন করলেও তিনি ঠিকমতো কল ধরেন না। অল্প কথায় মেজাজ হারান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, ‘সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার নিয়মিত অফিস করেন না বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে তাকে শোকজ করা হবে।’
তানজিনা আক্তার ছুটি নিয়েছেন কিনা জানতে চাইলে রেজওয়ান হোসেন বলেন, ‘উনি কোনো ছুটি নেননি। এসব বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজিব বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে প্রতিদিন অফিস করতে হবে। তিনি (তানজিনা আক্তার) অফিস করছেন না নিয়মিত বলে অভিযোগ উঠেছে, সেহেতু এ বিষয়ে খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’