বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে এ নিয়ে ৩টি হত্যা মামলা হয়েছে ঘোড়াঘাটে আ্ইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক : থানা থেকে সরিয়ে নেয়া হলো সেনা সদস্যদের। ভালুকায় সাবেক ইউপি সদস্যের বিচার দাবিতে মানববন্ধন  দিঘলিয়ার গাজীরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ও করনীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। শার্শায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় দুই কিশোরের নামে চার্জশিট নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্য লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিঘলিয়ায় ওয়াল্টন ও সিঙ্গার শোরুমে লুটপাট এর ঘটনায় অভিযোগ দায়ের। যশোরের শার্শায় ছাত্রলীগ নেতা মফিজ ফেন্সিডিলসহ আটক

নিয়মিত অফিস করেন না শিবপুরের সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তানজিনা!

নিয়মিত অফিস করেন না শিবপুরের সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তানজিনা!

আর এ লায়ন সরকার

নরসিংদী শিবপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা। তারা জানান, মাসের অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন তিনি। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

রোববার (৩০ জুন) দুপুর ১টার দিকে শিবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের অফিস কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি কক্ষটির আশপাশেও কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, বিভিন্ন কাজ নিয়ে বারবার এই অফিসে আসতে হয় আমাদের। তানজিনা আক্তারের সঙ্গে আমাদের দেখা হয় না। টেলিফোন করলেও তিনি ঠিকমতো কল ধরেন না। অল্প কথায় মেজাজ হারান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, ‌‘সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার নিয়মিত অফিস করেন না বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে তাকে শোকজ করা হবে।’

তানজিনা আক্তার ছুটি নিয়েছেন কিনা জানতে চাইলে রেজওয়ান হোসেন বলেন, ‘উনি কোনো ছুটি নেননি। এসব বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজিব বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে প্রতিদিন অফিস করতে হবে। তিনি (তানজিনা আক্তার) অফিস করছেন না নিয়মিত বলে অভিযোগ উঠেছে, সেহেতু এ বিষয়ে খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত