মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
নরসিংদী পৌরসভার বাসাইল মহল্লায় বাড়ি নির্মাণে ১০ লক্ষ টাকা চাঁদাদাবি।
আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী পৌরসভার বাসাইল এলাকার বাসিন্দা আব্দুল বাসেত খন্দকার এর ছেলে খন্দকার সাব্বির আহমেদ জনির কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিপূর্বে চাঁদাবাজদের দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার, বাকি ৮ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে রায়পুরা উপজেলার গোবিন্দপুর বাদল মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম ,বাসাইল মহল্লার মৃতঃ কফিলুদ্দিনের ছেলে ইউনুস খন্দকার,আইয়ুব খন্দকারের স্ত্রী আসমা বেগম তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
এ ব্যাপারে বাদী নিজ পরিবারের পক্ষে খন্দকার সাব্বির আহমেদ জনি নরসিংদী সি.আর আমলী আদালতে (১৪৩৮/২০২৪) মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ১৭/১০/২০২৪ বৃহস্পতিবার বিকালে সাইফুল ইসলামের সঙ্গে আরও ০৫/০৬ জন সাঙ্গপাঙ্গ নিয়ে এসে বাড়িতে বলে ‘এ এ বাড়ি নির্মাণ করলে ১০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তা না হলে বাড়ির মালিকসহ তার পরিবারের সদস্যদেরকে জানে মেরে ফেলা হবে এবং বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে।’ এ ঘটনায় খন্দকার সাব্বির আহমেদ জনির পরিবারে আতংক বিরাজ করছে।
চাঁদা না পেয়ে আসামিগণ বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন বলে জানান জনির বাবা আব্দুল বাসেত খন্দকার, চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ড অতিষ্ঠ হয়ে ২০/১০/২০২৪ রবিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেন (৮৪/২০২৪)অভিযোগ বিষয়ে জানতে সাইফুল ইসলাম,ইউনূস খন্দকারের বাড়িতে গেলে তাদেরকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই ঘটনা বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।