শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
নরসিংদী পলাশ ঘোড়াশাল এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ আফজাল গংদের বিরুদ্ধে।
আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী পলাশ ঘোড়াশাল পৌরসভার আটিয়া
এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। পৈত্রিক সূত্রে জমি দাবী করলে ওই পরিবারকে হুমকি ধমকি দিচ্ছেন দখলদারেরা। এ বিষয়টি নিয়ে একটি জমি সংক্রান্ত অভিযোগ ও জীবনের নিরাপত্তা চেয়ে পলাশ থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানাযায়, মোঃ হেলাল উদ্দিন পিতামৃত কুদ্দুস,২/ ইদ্রিস আলী পিতা মৃত আলাউদ্দিন,৩/,আফজাল হোসেন (৩৫), পিতা: আলতাফ উদ্দিন, ৪।মো: বুরুজ (৫০), পিতা: মৃত: ওমর আলী, ৫। আছলাম (৫০), পিতা: মৃত: মজলিস মিয়া, অজ্ঞাত আরো ৩/৪ জন। অদ্য ০৬/০৭/২০২৪ খৃঃ তারিখে সকাল আনুমানিক ৫.১৫ ঘটিকার সময় অজ্ঞাত আরো ৩/৪ জন সহ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র সহ (দা, সাবল, ছুরি) বাড়ীতে আচমকা জোর পূর্বকভাবে জমিতে টিনের বেড়া দেওয়া শুরু করে। বাধা দিতে গেলে বিবাদীগন তাদের উপর উপর হামলা করে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা যখম করে।
আফজাল হোসেন লোহার সাফল দিয়ে জাহাঙ্গীর মিয়ার মা আয়েশা আক্তারকে হত্যার উদ্দেশ্যে বাম পায়ে আঘাত করলে পা কেটে রক্তপাত হয়। হেলাল উদ্দিন জাহাঙ্গীর এর বোনকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর শুরু করে।
৪নং ও ৫নং বিবাদীসহ সবাই মিলে মারধর শুরু করলে জীবন বাঁচাতে দৌড়াইয়া সেখান থেকে পালিয়ে কোনরকমে জীবন রক্ষা করেন। পরবর্তীতে জাহাঙ্গীর এর মা এবং বোনকে উপজেলা সাস্থ কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পূর্বের জমি সংক্রান্ত বিরোদের জের ধরে বিবাদীগন উল্লেখিত ঘটনা ঘটায় বলে জানান।
বিবাদীগন চলে যাওয়ার সময় অকত্য ভাষায় গালিগালাজ করে ও পরবর্তীতে এসে যদি বাড়িতে দেখে তাহলে জীবনে মেরে ফেলার হুমকি দেয়।। জাহাঙ্গীর জানান আমরা পরিবার পরিজন নিয়ে খুবই আতংকের মধ্যে আছি। অভিযোগ বিষয়ে জানতে সরেজমিনে গেলে বিবাদীদেরকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ ইকতিয়ার উদ্দিন জানান তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে , মারামারির বিষয়টি আমরা দেখব জমির বিষয়টি আদালতের।